রাজধানীসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি

|

ফাইল ছবি।

রাজধানীসহ দেশের সব বিভাগেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের সব অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৮ মে) সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও বজ্রসহ হতে পারে বৃষ্টি। সেইসাথে এসব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে যাবে। তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply