অহেতুক যানজট নির্মূলে সড়কে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালুর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আজ বুধবার (৮ মে) সম্পূরক প্রশ্নোত্তরে এ কথা জানান তিনি।
এ সময় সরকারপ্রধান বলেন, গাবতলীতে রাস্তার ওপর পার্কিংয়ের কারণ মালিক ও শ্রমিকদের প্রতিযোগিতা এবং চাঁদাবাজি। এগুলো সমাধানে ব্যবস্থা নেয়া হবে।
সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী-চালক সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চালালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অপর এক প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে, তবে তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। রিজার্ভের ওপর চাপ বাড়লেও আমদানি অব্যাহত আছে।
/এমএন
Leave a reply