আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার ছাড়ে একমত হয়েছে ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল। চলতি মাসেই সংস্থাটির পরিচালনা পর্ষদ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে তারা জানিয়েছে।
বুধবার (৮ মে) সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রাতিষ্ঠানিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সংকোচনশীল বিশ্ব অর্থনীতি ও খাদ্যের চড়া দামের কারণে মূল্যস্ফীতি কমছে না।
আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সফররত প্রতিনিধি দলটি। এ সময় আইএমএফের ডেভেলপমেন্ট ম্যাক্রো-ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপাগেওর্জিউর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি। আইএমএফ সমর্থিত কর্মসূচির আওতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে। বিশেষ করে জ্বালানি মূল্য সমন্বয় নীতি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতিসহ নানা সমস্যা থাকা সত্ত্বেও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আইএমএফ।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ঋণ কর্মসূচির পর্যালোচনা করতে ঢাকায় আসে প্রতিনিধি দলটি।
/আরএইচ/এমএন
Leave a reply