আশরাফুল-মুশফিক চিটাগং ভাইকিংসে, রুবেল ঢাকায়, সৌম্য রাজশাহী কিংসে

|

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি হোটেলে।

দুপুর ১২ টা ১৫ মিনিটে শুরু হওয়া ড্রাফটে দেশি-বিদেশি ক্রিকেটার সহ নিলামে নাম আছে ৫৫৪ জনের। মুশফিকুর রহিমকে ড্রাফট শুরুর আগেই দলে ভেড়ায় চিটাগং ভাইকিংস।

এদিকে স্পট ফিক্সিংয়ের জন্য পূর্ণ মেয়াদে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুলকে প্লেয়ার্স ড্রাফটে দলে টেনেছে চিটাগং ভাইকিংস।

”এ” ক্যাটাগরির ৭ ক্রিকেটারের মধ্যে সৌম্য সরকারকে রাজশাহী কিংস, আবু হায়দার রনি ও এনামুল হক বিজয়কে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, শফিউল ইসলামকে রংপুর রাইডার্স, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহিকে চিটাগং ভাইকিংস ও রুবেল হোসেনকে ঢাকা ডাইনামাইটস দলে ভেড়ায়। ক্যাটাগরি বি’ থেকে সোহাগ গাজীকে রংপুর, আফিফ হোসেনকে দলে ভিড়িয়েছে সিলেট।

নিম্মে কে কোন দলে তা দেয়া হলো-

১. জহুরুল ইসলাম (খুলনা টাইটানস)
২. সৌম্য সরকার (রাজশাহী কিংস)
৩. মোসাদ্দেক হোসেন (চিটাগং ভাইকিংস)
৪. রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস)
৫. আফিফ হোসেন (সিলেট সিক্সার্স)
৬. আবু হায়দার (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
৭. শফিউল ইসলাম (রংপুর রাইডার্স)
৮. সোহাগ গাজী (রংপুর রাইডার্স)
৯. এনামুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
১০. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স)
১১. নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস)
১২. আবু জায়েদ (চিটাগং ভাইকিংস)
১৩. ফজলে রাব্বি (রাজশাহী কিংস)
১৪. শরিফুল ইসলাম (খুলনা টাইটানস)
১৫. ফরহাদ রেজা (রংপুর রাইডার্স)
১৬. আরাফাত সানি (রাজশাহী কিংস)
১৭. সৈয়দ আহমেদ (চিটাগং ভাইকিংস)
১৮ আল আমিন হোসেন (সিলেট সিক্সার্স)
১৯. রনি তালুকদার (ঢাকা ডায়নামাইটস)
২০. তাইজুল ইসলাম (খুলনা টাইটানস)
২১. মেহেদি হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
২২. জিয়াউর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
২৩. মোহাম্মদ আল আমিন (খুলনা টাইটানস)
২৪. শুভাগত হোম চৌধুরী (ঢাকা ডায়নামাইটস)
২৫. তৌহিদ হৃদয় সিলেট সিক্সার্স)
২৬. নাঈম হাসান (চিটাগং ভাইকিংস)
২৭. আলাউদ্দিন বাবু (রাজশাহী কিংস)
২৮. মেহেদী মারুফ (রংপুর রাইডার্স)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply