সকাল বেলা ফাঁকা রাস্তায় একলা তরুনীকে পেয়ে টার্গেট করে ছিনতাইকারী। কিন্তু উল্টো সেই ছিনতাইকারীকেই ধাওয়া দিয়ে পাকড়াও করে পুলিশে দেন ওই তরুণী। গতকাল শনিবার রাজধানীর গুলশান এলাকায় ঘটে এ ঘটনা।
জিডি সূত্রে জানা যায়, উম্মে মাহবুবা নুসরাত পান্না নামের তরুণী শনিবার সকাল ৬টার দিকে অফিসের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। গুলশানে ওয়েস্টিন হোটেলের কাছাকাছি পৌঁছাতেই ছিনতাইয়ের শিকার হন তিনি। ছিনতাইকারী ছুরি দেখিয়ে তার মোবাইল নিয়ে পালাতে গেলে তিনিও ছিনতাইকারীর পিছে ধাওয়া করেন। আশেপাশের লোকজনের সহায়তায় এক পর্যায়ে ছিনতাইকারীকে ধরেও ফেলেন। পরে গুলশান থানায় নিয়ে গিয়ে ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর শনিবারই ওই তরুণী তার ফেসবুক পেইজে এ বিষয়ে থানায় ছিনতাইকারীর ভিডিওসহ পোস্ট দেন। অনেকেই কমেন্টে তার এই সাহসিকতার প্রশংসা করেন। তিনি পোস্টে লিখেন, অনেক কাহিনী করে ২ ঘণ্টা থানায় দাঁড়ায় থেকে সাধারন ডায়রি করে এসেছি। কেইস তারা নেয়নি, নিবেও না সেটা জানতাম। তবে স্বেচ্ছায় মামলা লড়ার মতো কোন আইনজীবী পাওয়া গেলে ভেবে দেখবো।
Leave a reply