আগামী ১ জুন শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। কয়েক দিনের মধ্যেই বিসিবি ঘোষণা করবে এবারের আসরের স্কোয়াড। কিন্তু এর মধ্যেই খারাপ খবর এসেছে পেসার তাসকিন আহমেদকে নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাকে দেখা যায়নি। তবে এর কারণও রয়েছে। চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান তাসকিন।
বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনও ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তিনি। তিনি আরও বলেন, তাসকিনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার দেখাশোনা করছি।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে পেসার তাসকিনের সামনে সুযোগ ছিলো ব্যক্তিগত একটি মাইলফলক স্পর্শের। আর মাত্র ৩টি উইকেট পেলেই দেশের ৮ম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতেন ঢাকা এক্সপ্রেস। তবে সকালে ম্যাচ শুরুর আগে দলীয় অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন তিনি।
/এমএইচআর
Leave a reply