হুতিদের তিনটি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

|

ফাইল ছবি

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তিনটি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

জানানো হয়, যুক্তরাষ্ট্রের একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোনগুলো ছুড়েছিল ইরান সর্মথিত গোষ্ঠীটি। তবে এ হামলায় হয়নি কোনো ক্ষয়ক্ষতি। এর আগে, শুক্রবার (১০ মে) এডেন উপসাগরেও হুতিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করে সেন্টকম।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজকে টার্গেট করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বাধ্য হয়ে তাদের মোকাবেলায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ বিভিন্ন দেশকে সাথে নিয়ে বহুজাতিক নৌ-টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply