এই পাকিস্তান দল কীভাবে বিশ্বকাপ জিতবে: রমিজ

|

ছবি: সংগৃহীত

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের ঠিক কয়েক দিন আগে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে হেরে গেছে পাকিস্তান।

গেলো শুক্রবার (১০ মে) আয়ারল্যান্ডের ঘরের মাঠ ডাবলিনে ১৮২/৬ রান করে ৫ উইকেটে হেরে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হারের পর ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। 

রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে দলের ব্যাটারদের সামর্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো অজুহাত দিতে পারেন না। বাবর আজমদের শরীরী ভাষা দুর্বল মনে হয়েছে। এমন কম্বিনেশন তৈরি করেছেন যে, সেটাই দলে প্রভাব ফেলেছে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, এই পাকিস্তান দল কিভাবে বিশ্বকাপ জিতবে? আপনি দলের সামর্থ্য জানেন। তারপরও তাদের থেকেই ভারত, অস্ট্রেলিয়ার মতো পারফরম্যান্স চান কিংবা ট্রাভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply