সৈয়দপুর রানওয়েতে শর্টসার্কিট, বিমান ওঠানামা বন্ধ 

|

সিনিয়র করেসপনডেন্ট

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক তারে শর্টসার্কিটের কারণে প্রায় চার ঘণ্টা ধরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ঢাকাগামী কয়েকশ যাত্রী আটকা পড়েছেন।

রোববার (১২মে) সন্ধ্যা ৬টার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। 

তিনি বলেন, রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের কারণে সন্ধ্যার পর থেকে বিমান চলাচল বন্ধ হয়েছে। ইতোমধ্যে তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট রয়েছে। শর্টসার্কিটের স্থান নির্ণয়ের কাজ চলছে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে শর্টসার্কিটের কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, সৈয়দুপর বিমানবন্দর হলো রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর। অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি সম্প্রতি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার কাজ চলছে। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ত বিমানবন্দর।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply