একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সাথে আয়ারল্যান্ডের সিরিজটা যতটা না দ্বিপাক্ষিক লড়াই, তার চেয়েও বাবরের মুকুটে একেকটি নতুন পালক যুক্ত হবার উপলক্ষ হয়ে ধরা দিচ্ছে প্রতিটি ম্যাচই।
আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে পাকিস্তান। এ জয়ে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড করলেন বাবর আজম। এটি ছিলো তার অধীনে পাকিস্তানের ৪৫ তম জয়। সবচেয়ে বেশি ম্যাচ জয় করা আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধিনায়কদের তালিকায় শীর্ষে ওঠায় বাবর পেছনে ফেলেছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে। মাসাবা উগান্ডাকে জিতিয়েছেন ৪৪টি ম্যাচ। তালিকায় এরপরের নামগুলো যথাক্রমে এউইন মরগান (৪২), আসগর আফগান(৪২), মহেন্দ্র সিং ধোনি (৪১), রোহিত শর্মা (৪১) ও অ্যারন ফিঞ্চ (৪০)।
চলমান আয়ারল্যান্ড সিরিজে শুধুমাত্র ম্যাচজয়ী অধিনায়ক হিসেবেই নয়, সর্বোচ্চ ম্যাচে দলকে নেতৃত্ব দেবার রেকর্ডও গড়ে ফেলেছেন এই পাক অধিনায়ক। শুক্রবার (১০ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ৭৭ বারের মতো নিজের দেশকে নেতৃত্ব দেন বাবর। ভেঙে দেন সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৭৬ বারের রেকর্ড। তালিকায় বাবর ও ফিঞ্চের পরের নামগুলো যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (৭২), এউইন মরগান (৭২) ও কেইন উইলিয়ামসন (৭১)।
এদিকে আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরি বাবরকে পৌঁছে দিয়েছে আরেকটি ক্যাটাগরির চূড়ায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভিরাট কোহলির সমান সংখ্যক ৩৮টি ফিফটি নিয়ে কোহলির সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।
উল্লেখ্য, বাবরের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে পাকিস্তান। ৯ জুন নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপের বাকি দলগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা।
/এমএইচআর
Leave a reply