রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিলেন পুতিন

|

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো সের্গেই শোইগুকে। রোববার (১২ মে) নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলৌসভ-এর নাম প্রস্তাব করা হয়েছে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। ৬৫ বছর বয়সী আন্দ্রেই পরিচিত অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে। দীর্ঘদিনের মিত্র শোইগুকে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন পুতিন।

২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ৬৮ বছর বয়সী শোইগু। শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দায়িত্বও পাবেন তিনি। গত ৭ মে ৫মবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply