যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির জন্য গুরুত্বপূর্ণ নয়, এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান৷
সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টির সাথে লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি৷
নজরুল ইসলাম খান বলেন, অতীতে বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের সমস্যার সমাধান করেছে৷ আগামীতেও করবে, এতে কেউ সমর্থন করলে সাধুবাদ জানাবে বিএনপি৷ বিরোধিতা করলে নিন্দা জানাবে৷
আন্দোলন দমাতে সরকার নিজেরা আবারও সহিংসতার করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান৷ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত দলগুলোর সাথে বিএনপির আলোচনা চলছে। সবার সিদ্ধান্তে আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
/এমএন
Leave a reply