১৬ মে থেকে চুয়াডাঙ্গায় শুরু হবে আম সংগ্রহ

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

আগামী ১৬ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, আগামী ১৬ই মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২৪ মে থেকে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ই জুন আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী, ১লা জুলাই থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা যৌথভাবে জানান, কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ব আম পাড়া যাবেনা। এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবেনা। তাছাড়া অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, জেলাব্যাপী আম সংগ্রহের যে সূচিটি দেয়া হয়েছে তার বাইরে কেউ অপরিপক্ব আম পাড়তে পারবে না। কেউ যদি পাড়ার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এবছর চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০ হেক্টর জমিতে ৩০ হাজার মেট্রিকটন আম উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply