শৈশবের কোচ ফাহিমকে নিয়ে একাকী অনুশীলনে সাকিব

|

ছবি: সংগৃহীত

ব‍্যাট হাতে সেরা ছন্দে নেই দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গেল বিপিএলের শেষ দিকে আর ঢাকা লিগের শেষদিকে রান এসেছিল সাকিবের ব‍্যাটে। তাই বিশ্বকাপে ব‍্যাট হাতে ফর্মে ফিরতে মরিয়া সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজ শেষে সবাই যখন বিশ্রামে তখন লম্বা সময় ধরে ব‍্যাটিং অনুশীলন করে যাচ্ছেন সাকিব। ভুল শোধরাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে ট্রেনিং করেছেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের সাথে সিরিজের পঞ্চম ম‍্যাচ শেষ হবার পর মাঠে এক ঘন্টা ব‍্যাটিং করেছিলেন সাকিব। মঙ্গলবারও অব‍্যাহত ছিলো সেই ধারা। মিরপুরের সেন্টার উইকেটে এদিন লম্বা সময় ব‍্যাটিং করেন সাকিব। তার ব‍্যাটিংয়ে ভুল কোথায় হচ্ছে সেটা ধরিয়ে দিতে তার সাথে ছিলেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। সেন্টার উইকেটে এক ঘন্টার বেশি ঘাম ঝরানোর পর ড্রেসিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নেন সাকিব। এরপর আবরো চলে যান ইন্ডোরে। সেখানে বোলিং মেশিনে গতির ঝড়ে পেসারদের মোকাবেলার জন‍্য প্রস্তুত হন সাকিব।

এই মুহুর্তে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ‍্যে সবচেয়ে খারপ ফর্মে আছেন লিটন দাস। লিটনও এদিন ঝালিয়ে নিয়েছেন নিজেকে। সাকিবের মতোই রোববার ম‍্যাচ শেষে মাঠে অনুশীলন করেছিলেন এই ওপেনার। মঙ্গলবার সাকিবের ব‍্যাটিং শেষ হবার পর নেটে ব‍্যাট হাতে নেমে পড়েন এলকেডি।

সাকিব ও লিটনের ব‍্যাটিং অনুশীলনে ছিলো বড় এক ফারাক। দু’জনের অনুশীলনে ছিলোনা জাতীয় দলের কোনো কোচ। তবে সকিব ব‍্যক্তি উদ্দোগে নিজের পছন্দের কোচ নিয়ে মাঠে এলেও লিটন ছিলেন একা। কেবল মাত্র নেট বোলরদের সাথে নিয়ে নিজের মতো করে অনুশীলন চালিয়ে গেছেন লিটন।

এখন প্রশ্ন উঠতেই পারে জাতীয় দলের কোচিং স্টাফরা যখন ঢাকায় তখন কেন লিটন অনুশীলন করছেন একা। হাথুরুসিংহে, নিক পোথাস, ডেভিড হেম্পরা কেন নেই লিটনের সাথে, তাকে ফর্মে ফেরানোর লড়াইয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply