বারাণসী কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদি

|

ভারতের উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৪০ মিনিটে বারাণসীর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

প্রধানমন্ত্রীর হাত থেকে মনোনয়নপত্র জমা নেন জেলা প্রশাসক এস রাজালিঙ্গম। এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতারা।

২০১৪ সালে এই আসন থেকেই জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। ২০১৯ সালেও এই আসন থেকে জয় পান মোদি। নমিনেশন জমা দেয়ার আগে কাল ভৈরব মন্দিরে পুজা করেন ভারতের প্রধানমন্ত্রী।

আগামী ১ জুন সপ্তম ও শেষ দফায় ভোট দেয়া হবে এই বারাণসী কেন্দ্রে। আজ মঙ্গলবারই ছিল এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এবার মোট সাত দফায় দেশটির ৫৪৩টি লোকসভা আসনে ভোট নেয়া হবে। প্রথম চার দফার ভোটের মধ্যে ৩৭৯ আসনে ভোট নেয়া সম্পন্ন হয়েছে। বাকি আছে আরও তিন দফা। পঞ্চম দফার ভোট আগামী ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply