আখাউড়া করেসপনডেন্ট :
আগামী তিন দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে চলাচলরত ভারী যানবাহন ও আন্তর্জাতিক বাস চলাচল। আগামী বৃহস্পতিবার (১৬ মে) থেকে শনিবার (১৮ মে) পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মূলত, আখাউড়া-আগরতলা সড়কের গাজির বাজার এলাকায় জাজি নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশে একটি বেইলি ব্রিজ স্থাপনে কাজ করা হবে। এ কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে প্রভাব পড়বে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রমে। বন্ধ থাকবে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস।
তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্মাণাধীন সেতুর পাশে বিদ্যমান বিকল্প সড়কটি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ। ফলে সেখানে বেইলি সেতু স্থাপনের কাজ করার জন্য ১৬ মে রাত ১০টা থেকে ১৮ মে রাত ১০টা নাগাদ সবধরনের যানবাহন বন্ধ থাকবে। তাই জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণকাজে আখাউড়া-আগরতলা সড়ক বন্ধ থাকলেও বিকল্প সড়ক ব্যবহার ছোট যানবাহনে করে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়্যুম তালুকদার জানান, বন্দর সড়কে ভারী যানচলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
/এএস
Leave a reply