এবারের দল নির্বাচন ভালো হয়েছে: হাথুরুসিংহে

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘোষিত বাংলাদেশ দল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। তবে তাসকিনের ইনজুরি সমস্যা না থাাকলে পরিপূর্ণ স্কোয়াড বলা যেত বলে মন্তব্য করেন টাইগার হেড কোচ।

বুধবার (১৫ মে) দেশ ছাড়ার আগে অফিশিয়াল প্রেস কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলে টাইগার কোচ। চান্দিকা হাথুরুসিংহে বলেন, এবারের দল নির্বাচন ভালো হয়েছে। তাসকিনের ইনজুরি সমস্যা না থাকলে পারফেক্ট বলা যেত। যুক্তরাষ্ট্রের সাথে সিরিজে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা মূল লক্ষ্য থাকবে আমাদের। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নেয়া যাবে না।

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হাথুরুসিংহে বলেন, কিছু ম্যাচে আমরা ভালো শুরু পেয়েছি। আবার কিছু ম্যাচে ভালো শুরু পাইনি। টি-টোয়েন্টি পুরো ভিন্ন খেলা। যেকোনো কিছুই ঘটতে পারে। আর ব্যাটারদের জন্য কাজটা আরও কঠিন। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমরা পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাব, আশাকরি সেই ম্যাচগুলোতে এই দুর্বলতা কাটিয়ে উঠবেন ওপেনাররা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply