স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

|

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এখন কিছুটা শঙ্কামুক্ত আততায়ীর হামলার শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার (১৫ মে) সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে তার শরীরে চালানো হয় অস্ত্রোপচার। এমনটাই জানিয়েছে ইনডিপেনডেন্ট, ফ্রান্স টোয়েন্টি ফোরসহ পশ্চিমা গণমাধ্যম।

দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী টমাস তারাবা বলেছেন, তার অস্ত্রোপচার ‘ভালোভাবে’ সম্পন্ন হয়েছে। আমি মনে করি, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বেঁচে যাবেন। এই মুহূর্তে তিনি জীবন-হুমকির পরিস্থিতিতে নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই হত্যার চেষ্টা করা হয় রবার্ট ফিকোকে, এমন অভিযোগ তার।

প্রসঙ্গত, বুধবার রাজধানী থেকে ১১২ মাইল দূরে হামলার শিকার হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তাকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। দ্রুত হেলিকপ্টারে তাকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারীকে।

স্থানীয় গণমাধ্যম বলছে, ৭১ বছর বয়সী হামলাকারী একজন লেখক ও রাজনৈতিক কর্মী। ফিকোর ওপর হামলাকে দেশের গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যা দিয়েছেন স্লোভাক প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা। নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারাও।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply