তিন বছর পর শিরোপা খরা কাটালো য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

কোপা ইতালিয়ার ফাইনালে আতালান্টাকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে য়্যুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।

বুধবার (১৫ মে) স্টাডিও অলিম্পিকোতে খেলার ৪ মিনিটেই ক্যাম্বিয়াসোর বাড়ানো বলে য়্যুভেন্টাসকে ১-০ গোলের লিড এনে দেন দুসান ভ্লাহোভিচ। ৭৪ মিনিটে কাউন্টার এটাক থেকে দ্বিতীয় গোল করেন ভ্লাহোভিচ। তবে অফসাইডে বাতিল হয় সেই গোল। ৮০ মিনিটে লুকম্যানের জোরালো শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় আতালান্টা।

৮৪ মিনিটে ফ্যাবিও মিরেত্তির শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় ওল্ড লেডিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এনিয়ে রেকর্ড সর্বোচ্চ ২২ টি কোপা ইতালিয়ার ফাইনাল খেলে ১৫টি তেই চ্যাম্পিয়ন হলোো তুরিনের ক্লাবটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply