অজ্ঞান পার্টির খপ্পরে মৃত্যুর ঘটনায় ১ জন গ্রেফতার

|

প্রতীকী ছবি

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুর ঘটনায় বিশ্বজিৎ কর্মকার ওরফে নূর মোহাম্মদ নামে ১ আসামিকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। বুধবার (১৫ মে) সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামির কাছ থেকে চেতনানাশক ৫০টি ট্যাবলেট ও লুট করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃত বিশ্বজিৎ কর্মকার ওরফে নূর মোহাম্মদ মে মাসের ১১ তারিখ ভোরে আগে থেকে টার্গেট করা নয়ন বিশ্বাসকে জুসের মধ্যে চেতনানাশক খাইয়ে মোবাইল ফোন, মানিব্যাগ লুট করে। এরপর নয়ন বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, আসামি নূর ২০১০ সাল থেকে মানুষকে অজ্ঞান করে এভাবে টাকা পয়সা লুট করে আসছিলো। তার বিরুদ্ধে সবুজবাগ, মুগদা থানাসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। মাদকাসক্ত নূর মোহাম্মদের হাতে আর কেউ মারা গেছেন কিনা, তার তদন্ত চলছে বলে জানান এই ডিসি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply