সুপ্রিম কোর্টে আজ হাজিরা দেবেন ইমরান খান

|

আর্থিক দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর আজ বৃহস্পতিবার (১৬ মে) সুপ্রিম কোর্টে হাজিরা দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

এর আগে, বুধবার (১৫ মে) ইসলামাবাদ হাইকোর্টে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পান পিটিআই প্রধান। বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন। অবশ্য ইমরান খান এই মামলায় জামিন পেলেও এখনও তার মুক্তির বিষয়টি অনিশ্চিত।

পিটিআই প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকাকালে একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করেন তিনি। বিনিময়ে জমি উপহার পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি।

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান। রাষ্ট্রীয় তথ্য ফাঁসসহ পিটিআই প্রধানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার বিচার চলছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply