১৪ জুন শুরু হচ্ছে উয়েফা ইউরো। আয়োজক জার্মানির প্রাথমিক স্কোয়াড ইতোমধ্যেই ঘোষণা করে ফেলেছে ডিএফবি (জার্মান ফুটবল ফেডারেশন)। এই খেলোয়াড়দের মধ্য থেকেই টুর্নামেন্টের আগে মূল স্কোয়াড ঘোষণা করবেন কোচ জুলিয়ান নাগলসম্যান। বৃহস্পতিবার (১৬ মে) ২৭ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। দলে রয়েছে ৪ গোলকিপার। এছাড়া ৯ ডিফেন্ডারের সাথে ৯ মিডফিল্ডার এবং ৫ ফরওয়ার্ড।
উয়েফা ইউরোর জন্য জার্মানির প্রাথমিক দল:
গোলকিপার: অলিভার বোমেন, ম্যানুয়েল নয়্যার, অ্যালেক্সান্ডার নুবেল ও মার্ক-আন্দ্রে টের স্টেগেন
ডিফেন্ডার: ওয়েলদেমার অ্যান্টন, বেঞ্জামিন হেনরিকস, জসুয়া কিমিখ, রবিন কোচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টার্ড, ডেভিড রাউম, অ্যান্তনিও রুডিগার, নিকো শ্লটারবেক ও জোনাথন টাহ।
মিডফিল্ডার: রবার্ট এন্ড্রিচ, ক্রিস ফুরিক, প্যাসকেল গ্রোস, ইলকায় গুন্দোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেকসান্ডার পাভলোভিচ, লেরয় সানে ও ফ্লোরিয়ান ওয়ার্টজ।
ফরওয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, থমাস মুলার ও দেনিজ উন্দাভ।
উল্লেখ্য, ইউরোর আগে ৪ ও ৮ জুন যথাক্রমে ইউক্রেন ও গ্রিসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে জার্মানি। ম্যাচ দুটি হবে নুরেমবার্গ ও মনশেনগ্লাডবাখে।
/এমএইচআর
Leave a reply