টেকসই নগরী গড়ে তুলতে রাজউকের নিয়মতান্ত্রিক কার্যক্রম ও পরিদর্শনের পরিধি আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান সরকার। বৃহস্পতিবার (১৬ মে) রাজউক অডিটরিয়ামে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
রাজউক চেয়্যারম্যান বলেন, নগরবাসীর নানা অভিযোগ প্রতিকারে কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শহরকে টেকসই ও বাসযোগ্য করতে রাজউক বদ্ধপরিকর। এই লক্ষ্যে অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নকশা বহির্ভূত ইমারতের ক্ষেত্রে দ্রুত ও কার্যকরী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সভায় রাজউকের সকল পরিচালক, অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
/আরএইচ
Leave a reply