রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, এ বিষয়ে ভারত ও চীনকে আরও তৎপর করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) কাজ করতে পারে।
বৃহস্পতিবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত প্রায় শত বছরের পুরনো। রোহিঙ্গাদের ফেরত পাঠতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে।
ড. হাছান মাহমুদ আরও বলেন, আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে। যা দেশে ফিরে গিয়ে তাদের পেশাগত জীবন গড়তে সহায়ক হবে।
এছাড়াও এদিন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনশেত্রুর সাথেও বৈঠক করেন হাছান মাহমুদ। এ সময় স্পেনকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি ভিলেজে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল জানান, স্পেনে প্রায় ৬০ হাজার বাংলাদেশি রয়েছে। তারা স্পেনের অর্থনীতিতে ভূমিকা রাখছে। এসময় পররাষ্ট্রমন্ত্রীকে স্পেন সফরের আমন্ত্রণও জানান তিনি।
/আরএইচ/এনকে
Leave a reply