‘গাজায় গণহত্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে’

|

গাজায় গণহত্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক শুনানিতে এমন অভিযোগ করলো দক্ষিণ আফ্রিকা। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

বৃহস্পতিবার (১৬ মে) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানি শুরু হয়েছে। প্রথম দিন ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এসময় রাফায় অভিযান বন্ধে তেল আবিবকে আদেশ দেয়ার আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা।

নেদারল্যান্ডসে নিযুক্ত দ. আফ্রিকার প্রতিনিধি ভুসিমুজি ম্যাডোনসেলা বলেন, শেষবার আমরা যখন আদালতে এসেছিলাম, আশা করেছিলাম– ফিলিস্তিন ও এই ভূখণ্ডের বাসিন্দাদের রক্ষায় জাতিগত নিধন বন্ধ হবে। তবে তেমনটি হয়নি। জাতিগত নিধন চালিয়ে গেছে ইসরায়েল। গণহত্যা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের অপরাধ লুকাতে চাইছে ইসরায়েল।

দুদিনের এ শুনানির শেষ দিনে আজ শুক্রবার যুক্তিতর্ক উপস্থাপন করবে ইসরায়েল। দুই দেশের মধ্যে বিবদমান কোনো বিষয় সমাধানে রায় দিয়ে থাকে আইসিজে। এই রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানতে জোর খাটানোর এখতিয়ার নেই আদালতটির। যেমন ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে আদেশ দিয়েছিলেন আইসিজে। তবে তা মানা হচ্ছে না।

এর আগে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply