‘২৮ অক্টোবরে পালিয়ে বেসামাল হয়ে আ. লীগের বিরুদ্ধে ফখরুলের আক্রমণ’

|

২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আক্রমণ করছে মির্জা ফখরুল— এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৭ মে) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বন্দি মুক্তির কথা বলেন। জিয়াউর রহমান আওয়ামী লীগসহ অন্যান্য দলের ৬২ হাজার নেতাকর্মীদের বন্দি রেখেছিলেন, এ নিয়ে লজ্জা করে না?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ১১ হাজার স্বাধীনতাবিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের মুক্তি দিয়েছিল। দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধীদের মুক্তি দিয়েছে জিয়াউর রহমান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলে প্রতিবেশী দেশ নাকি আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে। কিন্তু শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না। শেখ হাসিনা বিদেশি শক্তিকে পরোয়া করেন না। পরোয়া করেন দেশের জনগণকে। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশের জনগণ, সংবিধান। যত ষড়যন্ত্র করা হোক, সংবিধানের বাইরে আমরা যাবো না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply