যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম: আইজিপি

|

ফাইল ছবি

নির্বাচনী দায়িত্বসহ সব চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম পুলিশ- এমনটিই জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার (১৭ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের পুলিশ ফাঁড়িতে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, দীর্ঘদিন ধরেই নির্বাচনী দায়িত্বসহ মানুষের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। রয়েছে প্রশিক্ষিত জনবল ও সক্ষমতা। তাই যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ সদস্যরা।

তিনি জানান, পুলিশের এই সক্ষমতা আরও বাড়াতে সরকার কাজ করছে। এই বাহিনীকে আরও উন্নত করতে কাজ চলছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply