অধিবেশন চলাকালে পার্লামেন্ট কক্ষের মধ্যেই মারামারি ও হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। শুক্রবার (১৭ মে) এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
জানা গেছে, পার্লামেন্টের সংস্কার ইস্যুতে চলা বিতর্কের মধ্যেই বিরোধীদল ও সরকার দলীয় এমপিরা সংঘর্ষে জড়ান। এসময় একে অপরের ওপর লাফিয়ে পড়তেও দেখা যায়। পাশাপাশি কিল-ঘুসিও মারেন। স্পিকারের আসনের পাশেই আইনপ্রণেতারা এমন কাণ্ড ঘটান।
পার্লামেন্টে প্রধান বিরোধীদল কুমিংতানের আসন সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা।
/এনকে
Leave a reply