আজ আর বৃষ্টি হচ্ছে না ঢাকায়

|

সকালে রাজধানীর বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললেও আজ আর বৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জানানো হয়, আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৮ মে) যমুনা নিউজের সাথে কথা বলেন, আবহাওয়াবিদ একে এম নাজমুল হক। তিনি জানান, আগামীকালের পর ২০ তারিখে ঢাকা, খুলনা, বরিশাল অঞ্চলের বৃষ্টি সারাদেশে ছড়িয়ে পড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয়টি বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। তবে তাপপ্রবাহের মধ্যেও সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তিনি জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply