জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি আহসান হাবিব

|

ভোট কেন্দ্র দখল দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

শনিবার (১৮ মে) সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

আহসান হাবিব খান বলেন, নির্বাচনে পেশি শক্তির ব্যবহার অথবা কালো টাকা ছড়ানো হলে সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকে ব্যবস্থা নেবে প্রিজাইডিং কর্মকর্তা। তাতেও সমাধান না হলে ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে। প্রয়োজনে পরবর্তীতে আবার ওই কেন্দ্রে ভোট নেয়া হবে।

তিনি আরও বলেছেন, সকল প্রার্থীই নির্বাচন কমিশনের কাছে সমান। যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply