পেঁয়াজ চুরির অপবাদে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

|

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অপবাধ দিয়ে আবদুল ওয়াহাব নামে এক যুবককে বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আবদুল ওয়াহাব নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশঘরিয়া এলাকার বাসিন্দা। সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিমের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য আবদুর রহিমের ভাই আবুল কালামের দোকান থেকে শুক্রবার (১৭ মে) দুপুরে এক বস্তা পেঁয়াজ চুরি হয়। শনিবার (১৮ মে) সকালে আবদুল ওয়াহাব পোদ্দার বাজারে এলে ব্যবসায়ী আবুল কালাম আবদুল ওয়াহাবকে দেখে পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে আটক করেন। পরে ব্যবসায়ী আবুল কালাম তার ভাই ইউপি সদস্য আবদুর রহিমকে খবর দেয়। খবর পেয়ে আবদুর রহিমসহ ১০-১৫জন এসে পোদ্দার বাজার সড়কের উপরের একটি বিদ্যুতের খুটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে। একপর্যায়ে আবদুল ওয়াহাবের আত্মীয় স্বজন খবরটি জানতে পেরে আবদুল তাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী আবদুল ওয়াহাব জানান, সকালে পোদ্দার বাজার এলাকায় ঘুরতে আসলে ইউপি সদস্য আবদুর রহিমের ভাই আবুল কালাম পেয়াজ চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করে। কিছুক্ষণ পরে আবুল কালামের ভাই ইউপি সদস্য আবদুর রহিম ১০-১৫জন লোক নিয়ে এসে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বিদ্যুতের খুটির সাথে লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে নির্যাতন চালায়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রহিম জানান, চুরি করায় তাকে মারধর করা হয়েছে। চোরকে মারধর করলে সমস্যা কোথায় বলেও প্রশ্ন করেন তিনি।

এদিকে, চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, চুরি করলেও কোন ব্যাক্তিকে বেঁধে মারধর করা অপরাধ। চোর হলে পুলিশে সোপর্দ না করে যদি কেউ অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। র বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply