সরকারকে ক্ষমতা থেকে না নামালে উন্নতি সম্ভব না: মান্না

|

ফাইল ছবি।

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে না নামালে কোনো উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বললেন, জনগণ এই ভোট মানে না, সরকারকে বৈধ মনে করে না।

শনিবার (১৮ মে) ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সেমিনারে এ মন্তব্য করেছেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে কেউ ভোট দিতে পারবে না। ব্যাংকের অবস্থা খারাপ হবে। দেশে কোনো ধরনের উন্নতি হবে না।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশ লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষের কোথাও জায়গা নেই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply