এবার গ্রিসের মালিকানাধীন জাহাজে হামলা হুতিদের

|

লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার (১৮ মে) গ্রিসের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির হামলার লক্ষ্য। খবর সিবিএস নিউজের।

যুক্তরাষ্ট্র জানায়, ছোড়া হয়েছিলো একটি এন্টি শিপ মিসাইল। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র আরও জানায়, মিসাইল ট্যাংকারটিতে আঘাত হানার পরই সাহায্যের জন্য এগিয়ে আসে মার্কিন নেতৃত্ত্বাধীন জোটের একটি জাহাজ।

প্রসঙ্গত, গাজায় আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। ইসরাইল আক্রমণ বন্ধ না করলে হুতিদের এই হামলা চলবে বলে জানিয়েছে তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply