রাখাইন সংকট সমাধানে সু চি প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সোমবার, ফরাসী প্রেসিডেন্ট ইসমানুয়েল ম্যাকরনের সাথে বৈঠকের পর এ আহ্বান জানান সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি।
ইউএনএইচসিআর হাই-কমিশনার গ্র্যান্ডি বলেন, সংকট সমাধানে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন। যাতে দ্রুত সহিংসতা বন্ধ হয় এবং উদ্বাস্তু রোহিঙ্গারা দেশে ফিরতে পারে। সংকটের মূল কারণ রোহিঙ্গাদের রাষ্ট্রীয় পরিচয় বিতর্কেরও সমাধান প্রয়োজন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply