বিরোধীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো আম আদমি পার্টি। রোববার (১৯ মে) স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লি বিজেপি সদর দফতর অভিমুখে মিছিল বের করে দলটি। জানিয়েছে দেশটির গণমাধ্যম।
‘জেল ভরো’ নামের এ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দলের সিনিয়র নেতা বিভব কুমারকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার (১৮ মে) বিজেপি সদর দফতর অভিমুখে এই পদযাত্রার ডাক দেন কেজরিওয়াল। দলের সব নেতাকে একত্রে গ্রেফতার করার চ্যালেঞ্জ ছোড়েন তিনি।
রোববার কর্মসূচিতে বাধা দিলেও শীর্ষ কোনো নেতাকে গ্রেফতার করেনি পুলিশ। কেজরিওয়াল অভিযোগ, আম আদমি পার্টিকে রুখতে ‘অপারেশন ঝাড়ু’ পরিচালনা করছে বিজেপি সরকার। গ্রেফতার করা হচ্ছে একের পর এক নেতাকে।
/এএম
Leave a reply