লেভারকুসেনের ‘অবিশ্বাস্য অর্জন’ পুরো কৃতিত্ব দলের: আলোনসো

|

ছবি: সংগৃহীত

জার্মান বুন্দেসলিগার শিরোপা বায়ার লেভারকুসেন নিশ্চিত করে রেখেছিল আগেই। শেষ রাউন্ডের খেলায় সুযোগ হাতছানি দিচ্ছিলো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অপরাজিত থেকে লিগ শেষ করার। অত:পর এলো সেই মাহেন্দ্রক্ষণ, বুন্দেস লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিতভাবে লিগ শেষ করার কীর্তি গড়লো জাবি আলোনসো’র দল।

শেষ রাউন্ডের খেলায় বে অ্যারেনায় অগসবুর্গকে ২-১ গোলে হারিয়ে লিগের সমাপ্তি টানে লেভারকুসেন। খেলা শেষের লম্বা বাঁশি বাজতেই শুরু হয়ে যায় দলটির উৎসব, উঁচিঁয়ে ধরে ক্লাবটির শ্রেষ্ঠত্বের শিরোপা। নতুন রেকর্ড তৈরিতে কোচ জাবি আলোনসো পুরো কৃতিত্ব দিলেন দলের।

জাবি আলোনসো বলেন, পুরো মৌসুমজুড়ে ধারাবাহিকতা ধরে রেখেছি আমরা। নি:সন্দেহে টিম ওয়ার্কের দারুণ ফল পেলাম। অপরাজিত হয়ে লিগ শেষ করতে পারাটা বেশ চ্যালেঞ্জ ছিল। তবে ছেলেদের দারুণ ফুটবলশৈলীর কাছে অসাধ্য সাধন হয়েছে।

বছর দেড়েক আগে লেভারকুসেনের দায়িত্ব নেন আলোনসো। তখন ক্লাবটির অবসস্থান ছিল ১৭তম। সেখান থেকে বুন্দেসলিগার শিরোপা এনে দেয়া বেশ চ্যালেঞ্জিং ছিল এই কোচের জন্য। তবে এমন মাইলফলক তৈরিতে সমর্থকদের ভালোবাসাকে বড় করে দেখছেন আলোনসো। তাইতো নিরাপত্তা বলয় ভেঙে গ্যালারিতে দর্শকদের সাথে শিরোপা উদযাপনে মাতেন তিনি।

জাবি আলোনসো বলেন, আমাদের সমর্থকদের কথা না বললেই নয়। তারা কখনোই ক্লাবের ওপর থেকে বিশ্বাস হারাননি। তারা যেভাবে সমর্থন যুগিয়ে গেছেন তা এক কথায় অবিশ্বাস্য। তাদের সাথে ট্রফি জয়ের আনন্দটা মিস করতে চাইনি আমি।

শিরোপা নিশ্চিত হওয়ার দিন থেকেই নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে লেভারকুসেন। বুন্দেসলিগায় টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়ার পর গত সপ্তাহে তারা ছুঁয়ে ফলে অজেয় পথচলার ফিফটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply