ইসরায়েলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

|

ছবি: আনাদোলু এজেন্সি

ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। স্থানীয় সময় শনিবার (১৮ মে) রাজধানী তেল আবিবে হয় এ ঘটনা। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

তেল আবিবের প্রধান সড়কগুলোতে অবস্থান নেন জিম্মিদের আত্মীয়-স্বজন ও সাধারণ নাগরিকরা। হামাসের কাছে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে তীব্র নিন্দা জানান তারা। যুদ্ধ দীর্ঘায়িত করতেই হামাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে নেতানিয়াহু প্রশাসন, এই অভিযোগ তাদের। শিগগিরই পদত্যাগ করে নির্বাচন দেয়ার দাবি জানান তারা। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোড়ে পুলিশ। ছড়ায় সংঘর্ষ। চালানো হয় ধরপাকড়, আছে এমন অভিযোগও।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। এরপর থেকে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে নিয়মিতই বিক্ষোভ করছেন ইসরায়েলিরা।

গত নভেম্বরে কয়েক দফার যুদ্ধবিরতির বিনিময়ে ১০০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজায় হামাসের হাতে এখনও প্রায় ১৩২ জন জিম্মি রয়েছেন।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply