ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবস্থান নিয়েছেন চালকরা। সোমবার (২০ মে) সকালে রামপুরা বাজার এলাকায় অবস্থান নেয় অটোরিকশা চালকরা। প্রায় ১ ঘণ্টা রাস্তা আটকে রাখে তারা।
এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর স্বাভাবিক হয় যানচলাচল।
এ নিয়ে হাতিরঝিল থানার ওসি জানান, সড়কে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় অটোরিকশাগুলোকে ধীরে ধীরে মূল সড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। তবে পুরোপুরি বন্ধ হচ্ছে না। তিনি বলেন, গতকাল মিরপুরের বিক্ষোভের ঘটনায় জের ধরে রামপুরায় জড়ো হয় চালকরা। তবে তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এটিএম/
Leave a reply