প্রথমবারের মতো বাবা-মা হলেন খেলোয়াড় দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। মঙ্গলবার সকালে তারা একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের ঘনিষ্ঠরা এ তথ্য নিশ্চিত করেছেন।
শোয়েব মালিকের ম্যানেজার ও এজেন্ট আমীম হক এ নিয়ে টুইটও করেছেন। তিনি লিখেছেন, পুত্র এখন এখানে। ছেলে এবং মা সুস্থ আছেন। হাসিখুশি আছেন। বাবা শোয়েব মালিক এতো খুশি যে, মনে হচ্ছে তিনি চাঁদে চলে এসেছেন।
সন্তানের বিষয়ে এখনো কিছুই জানাননি এই দম্পতি। তবে আমীম হকের টুইটটিকে রি-টুইট করেছেন শোয়েব মালিক।
এদিকে, সন্তান জন্মদানের পূর্বে এক সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছিলেন, ছেলে বা মেয়ে হোক তাদের সন্তানের নাম রাখবেন ‘মির্জা মালিক’। আর তারা দুইজনই কন্যা সন্তান চান।
২০১০ সালের মার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
Leave a reply