ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে লেবানন ও সিরিয়া। সোমবার (২০ মে) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যপ্রাচ্যের এ দুই দেশেই তেহরানের ব্যাপক প্রভাব আছে বলে মনে করা হয়। গভীর শোক জানিয়েছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রেসিডেন্টকে লেবাননের পরীক্ষিত বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বলে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ।
গোষ্ঠীটির মতে, মুসলিম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার অবস্থান ছিলো রইসির। ইসরায়েলবিরোধী লড়াইয়ে হিজবুল্লাহ ও সিরিয়ায় সশস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান। রইসির মৃত্যুতে শোক জানিয়েছে হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও।
/এএম
Leave a reply