ভোটকেন্দ্রের বাইরে যাওয়ায় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

|

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ভোটকেন্দ্রের বাইরে বের হওয়ার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া কুমারপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মাজহার ইবনে মোবারক কে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২০ মে) রাতে তাকে প্রত্যাহার করা হয়।

মাজহার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠাকুরগাঁও জেলা সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

প্রত্যাহারকৃত প্রিজাইডিং কর্মকর্তা মাজহার জানান, রাতে তিনি ভোটকেন্দ্রের বাইরে এক হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিলেন। এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ওই কেন্দ্র পরিদর্শনে এসে কেন্দ্রের ভেতর তাকে না পেলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী বলেন, নির্বাচন বিধি অমান্য করে কেন্দ্রের বাইরে যাওয়ায় ওই প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ওই কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নতুন প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply