সরকার নতি স্বীকার করে এই সংলাপ করছে না। ঐক্যফ্রন্টের চিঠির প্রেক্ষিতেই সংলাপ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, গণতন্ত্রের যে ধারা অাছে সে অাশা নিয়ে শেখ হাসিনা দাওয়াত দিয়েছেন। সংলাপে কতজন অংশ নেবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, গণফোরামের সাধারণ সম্পাদক মন্টুর সাথে গতরাতে ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ১৫ জন আসবেন। অামি বলেছি ১৫ কেন ২৫ জনও অাসতে পারে। সংখ্যার ব্যাপারে কোন বাধা নেই। তিনি বলেন, সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনা হবে।
জামায়াত প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যাদের নিবন্ধন নেই, তাদের সাথে সংলাপের সুযোগ নেই।
Leave a reply