টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।
ক্রিকেটের কোনো সংস্করণেই এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। ফলে, আজই প্রথম এই অচেনা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামলো টাইগাররা।
যদিও জয়-পরাজয়ের চেয়ে এখানে বড় পরীক্ষাটা হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। কারণ, এই যুক্তরাষ্ট্রের মাটিতেই যে গড়াবে বিশ্বকাপের আসর। তার সঙ্গে সহযোগী আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের মাটিতেই। বলা চলে, গ্রুপ পর্বে নিজেদের সবচেয়ে কঠিন দুটি ম্যাচও খেলা হবে এখানেই। একটি ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের পর্বে যেতে হলে এই দুই ম্যাচের অন্তত একটিতে জিততেই হবে বাংলাদেশকে। তাই যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের মানিয়ে নেওয়ার তাড়না বেশি। সেই তাড়না থেকেই আয়োজন এই সিরিজ।
তবে, যুক্তরাষ্ট্রের মাটিতে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ তারা খেলেছিল ফ্লোরিডার লডারহিলে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।
/এমএইচ
Leave a reply