কঙ্গোতে অভ্যুত্থান চেষ্টা: মার্কিন-ব্রিটিশ নাগরিকসহ গ্রেফতার ৫০

|

কঙ্গোতে অভ্যুত্থান চেষ্টাকে ঘিরে চলছে তোলপাড়। এরইমধ্যে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে। যাদের মধ্যে রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকও। জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (১৯ মে) স্থানীয় সময় সকালে অভ্যুত্থানের চেষ্টা চালায় একদল বিদ্রোহী সেনা। সকালে প্রেসিডেন্টের ভবনে হামলা চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর পোষাক পরিহিত একদল মানুষ অতর্কিত হামলা চালায় ভবনটিতে। এলোপাতাড়ি ছুড়তে থাকে গুলি। অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় দেশটির সেনারা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে অভিযানের বেশ কয়েকটি ভিডিও। যাতে দেখা যায়, অভিযান শুরুর আগে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন সেনারা। এসময় দেশের পরিস্থিতি নিয়ে হতাশাও প্রকাশ করেন তারা। ঘটনার পর বেশ কিছুক্ষণ প্রেসিডেন্টের বাসভবন ও আশপাশের এলাকায় জারি ছিলো সতর্কতা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply