অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে: প্রধান বিচারপতি

|

ফাইল ছবি।

‘কিশোর গ্যাং’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বললেন, অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন ওপর জোর দিতে হবে।

মঙ্গলবার (২১ মে) একটি হত্যা মামলার আপিল শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান বিচারপতি বলেন, আগের সেই সামাজিক অবস্থা বর্তমানে নেই। সমাজে অপরাধের ধরণ পাল্টে গেছে। তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে।

এ সময় ‘কিশোর গ্যাং’ প্রসঙ্গ টেনে ওবায়দুল হাসান বলেন, গণমাধ্যমে সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে খবর প্রচার হয়েছে। এক্ষেত্রে শিশুকে শিশু বললেই হবে না। একসময় তারাই অপরাধে জড়ায়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply