সাতক্ষীরায় পরাজিত প্রার্থীর কর্মীর ওপর হামলা

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় উপজেলা পরিষদ নির্বাচনের পর খায়রুল ইসলামে নামের এক পরাজিত প্রার্থীর কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, ভাঙচুর করা হয়েছে একটি মোটর সাইকেল।

আজ বুধবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে তালার ইসলামকাটি রেজিস্ট্রি অফিস মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার খায়রুল ইসলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

তিনি জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপসহ ৩০-৪০ জন আমার ওপর অতর্কিত হামলা করে। আমার সঙ্গে থাকা বাবু নামের আরেকজনকেও মারপিট করেছে তারা।

খায়রুল আরও জানান, চিংড়ি মাছ প্রতীকের পরাজিত প্রার্থী সরদার মশিয়ার রহমানের পক্ষে নির্বাচন করেছেন তিনি। আর হামলাকারীরা হলেন কাপ-পিরিচ প্রতীকে জয়ী ঘোষ সনৎ কুমারের পক্ষের লোক।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ভাংচুরকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply