আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ৪৮ তম কোপা আমেরিকা। ১৪ জুলাই পর্যন্ত হবে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। তবে এবারের কোপা আমেরিকায় নতুন একটি নিয়মের অনুমোদন দিয়েছে ল্যাটিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ফুটবল মাঠে হলুদ ও লাল কার্ড দেখা গেলেও এখন থেকে প্রয়োজনে দেখা যাবে গোলাপি কার্ডও।
মঙ্গলবার (২১ মে) কনমেবল তাদের অফিসিয়াল এক বিবৃতিতে জানায়, কোপা আমেরিকার পর তাদের অন্যান্য টুর্নামেন্টেও কার্যকর হবে কনকাশন বদলির নিয়ম। আর এই নিয়মের ব্যবহারের জন্য রেফারিদের কাছে থাকবে গোলাপি কার্ড। নতুন নিয়মে খেলোয়াড় প্রতিস্থাপনে আর্টিকেল ৯৬ অনু্যায়ী সন্দেহজনক মাথার আঘাতের ক্ষেত্রে এটি নতুন নিয়ম হিসেবে কার্যকর হবে।
জানা যায়, ম্যাচে পাঁচ জন বদলির নিয়ম থাকলেও কোনো ফুটবলার মাথায় আঘাত পেলে ষষ্ঠ বদলি নামানো যাবে। এক্ষেত্রে ক্র্যানিওএনসেফালিক ট্রমা এবং কনকাশনের জন্য প্রযোজ্য হবে এটি। তবে রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপি কার্ড ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, ফুটবলারদের মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পর ফুটবলে কনকাশন বদলি ব্যবহারের আহ্বান জানায় কয়েকটি দাতব্য সংস্থা। তবে নিয়মটি বাস্তবায়নের ভার প্রতিটি প্রতিযোগিতার আয়োজকদের ওপর ছেড়ে দিয়েছে তারা। এক্ষেত্রে উয়েফা, কনমেবল কিংবা এএফসি নিজেদের সুবিধামত সময়ে নিয়মটির ব্যবহার শুরু করতে পারবে।
/এমএইচআর
Leave a reply