ইতালির ভেনিসে প্রবল বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। সোমবার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে শহরটির প্রায় ৭৫ শতাংশ এলাকা।
এদিকে নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরইমধ্যে ডুবে গেছে বেশিরভাগ সড়ক, বন্ধ রয়েছে নৌ চলাচলও। কয়েক দিন ধরেই ঝড়ো আবহাওয়া বিরাজ করছে গোটা ইতালিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, উপড়ে পড়েছে বহু গাছপালাও।
নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। খুব প্রয়োজন ছাড়া শহরের অধিবাসীদের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ২০০৮ সালের পর এবারই সর্বোচ্চ বাড়লো নদীর পানির উচ্চতা।
Leave a reply