প্রান্তিক অঞ্চলের অবকাঠামোকে টেকসই করতে জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আজকে গ্রামীণ অবকাঠামো প্রায় ৩০ শতাংশ তৈরি হয়ে গেছে।
আজ বুধবার (২২ মে) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আয়োজনে এক কর্মশালায় তিনি একথা জানান।
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, কয়েক দশক ধরেই জলবায়ু পরিবর্তন একটি গ্লোবাল চ্যালেঞ্জে রুপান্তরিত হয়েছে। বাংলাদেশে এর প্রভাবও অনেক বেশি। স্থানীয় প্রকৌশল অধিদফতর এই ক্ষতির হার কমাতে কাজ করে যাচ্ছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদান বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন– বিশ্বব্যাংক, এডিবি বা অন্যান্য যারা আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা মূলত সেসব সেক্টরেই ঋণ দেয়, যেসব সেক্টর প্রদেয় ঋণ উত্তোলন করা যায়। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এখন আর ঋণ দিতে ভয় পায়না বলেও জানান তিনি।
/এএম
Leave a reply