দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

|

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জানান, শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা নয় বরং সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করতে হবে।

বুধবার (২২ মে) বিকেলে বঙ্গভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। এ সময় বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান মো. সাহাবুদ্দিন। বৌদ্ধ ধর্মীয় নেতারা তখন বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফুলের তোড়া উপহার দেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপ্রধান আরও বলেন, মানুষের কল্যাণের জন্যই ধর্ম, অকল্যাণের জন্য নয়। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply